রবিবার ২৫ মে ২০২৫

সম্পূর্ণ খবর

আইপিএল ২০২৫ | 'পাকিস্তান বেশিদিন চাপ নিতে পারবে না', আইপিএল শুরু নিয়ে কী জানালেন সৌরভ?

Sampurna Chakraborty | ১০ মে ২০২৫ ১৪ : ১৫Sampurna Chakraborty


আজকাল ওয়েবডেস্ক: বর্তমান পরিস্থিতির বিচারে এক সপ্তাহের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে আইপিএল।বিসিসিআইয়ের এই সিদ্ধান্ত নিয়ে এবার মুখ খুললেন সৌরভ গাঙ্গুলি। শুক্রবার দুপুরে আইপিএল পিছিয়ে দেওয়ার কথা জানায় আইপিএল কর্তৃপক্ষ। এক সপ্তাহ পরে বৈঠক হবে। জানা যাবে আবার কবে শুরু হবে আইপিএল। এই প্রসঙ্গে সৌরভ গাঙ্গুলি বলেন, 'দেশে যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হয়েছে। বিসিসিআইকে এটা করতেই হত কারণ একাধিক দেশি এবং বিদেশি প্লেয়ার আছে। আশা করব আইপিএল দ্রুত শুরু হবে। কারণ এটা টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ সময়। বিসিসিআইকে এটা করতেই হত। বিশেষ করে ধর্মশালা, চণ্ডিগড়, দিল্লি, রাজস্থান, জয়পুরের যা পরিস্থিতি। এগুলো সবই আইপিএল ভেন্যু। আগেরদিন রাতে যা পরিস্থিতি হয়েছে, তাতে এটা খুবই দরকার ছিল। সময়ের সঙ্গে পরিস্থিতির উন্নতি হবে এবং ম্যাচও খেলা হবে। বিসিসিআই আইপিএল শেষ করবে। এই পরিস্থিতি শীঘ্রই শেষ হয়ে যাবে। কারণ পাকিস্তান বেশিদিন এই চাপ নিতে পারবে না।' 

বৃহস্পতিবার পাকিস্তানের ড্রোন হামলার কারণে মাঝপথেই থেমে যায় পাঞ্জাব কিংস এবং দিল্লি ক্যাপিটালস ম্যাচ। দ্রুত মাঠ ফাঁকা করে দেওয়া হয়। হোটেলে ফিরে যায় দুই দলের ক্রিকেটাররা। হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সদস্য সঞ্জয় শর্মা জানান, 'নিরাপত্তাজনিত কারণে ম্যাচ পরিত্যক্ত হয়। তবে এরকম কিছু হতে পারে ভেবে, প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখে হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন, এবং পাঞ্জাব কিংস ফ্র্যাঞ্চাইজি।' প্লেয়ারদের ধর্মশালা থেকে দিল্লি পৌঁছতে বিশেষ বন্দে ভারত ট্রেনের আয়োজন করে বোর্ড। শুক্রবার দিল্লি পৌঁছয় দুই দল। 


IPL SuspensionSourav GangulyIPL 2025

নানান খবর

সোশ্যাল মিডিয়া